মাঝামাঝি শৈত্যপ্রবাহের আভাস, উত্তরাঞ্চলে হিমেল হাওয়া

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়া জোরেশোরে বইতে শুরু করেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোরের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কনকনে ঠান্ডার কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে, যা শীত জেঁকে বসার প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে।

রাজধানী ঢাকায় দিনভর সূর্যের তাপমাত্রা কিছুটা উষ্ণতা ধরে রাখলেও শীতের প্রভাব এখনও পুরোপুরি অনুভূত হয়নি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বিশেষত উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলা যেমন: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর ও রাজশাহী শৈত্যপ্রবাহের প্রভাবে কাঁপতে পারে।

আরও পড়ুন: তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। ফ্লাইটগুলো প্রায় আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে বা অবতরণ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ পরিষ্কার হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “শীত ধীরে ধীরে নামছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এর তীব্রতা উত্তর ও পশ্চিমাঞ্চলে বেশি পড়বে।” আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বাংলাদেশের উপকূল থেকে দূরে অবস্থান করছে। ফলে ঝড়ের কোনো প্রভাব দেশেই নেই, তবে মাছ ধরার নৌকা ও ট্রলারের জন্য গভীর সাগরে বিচরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

শীতের প্রভাবে কৃষিকাজে কিছুটা প্রভাব পড়লেও বৃষ্টিপাত কম থাকায় কৃষকরা স্বস্তিতে রয়েছেন। আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুনসহ শীতকালীন ফসলের রোপণ গতি পেয়েছে।