মাদ্রাসা সংস্কার কাজের উদ্ধোধন ও মসজিদ নিমার্ণে ভিত্তির স্থাপন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঘোষপালা ফাযিল মাদ্রাসায় নতুন মসজিদ নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, মাদ্রাসার সংস্কার কাজের শুভ উদ্ভোধন ও ২০২২ আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শনিবার (২৯ অক্টোবর) মাদ্রাসার মাঠে আয়োজিত ছাত্র/ছাত্রী, অভিভাবক সমাবেশে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন। প্রতিটি মাদ্রাসায় শেখ রাসেল আধুনিক ডিজিটাল ল্যাব নিমার্ণ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০
মাদ্রাসার সহসভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রভাষক শফিউল্লাহ ও প্রভাষক নাহিদার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, উপজেলা শিক্ষা প্রকৌশল মো. ফখরুল আলম, রসুলপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খায়রুল ইসলাম, আলিম পরীক্ষার্থীদে মো. জহিরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলায়াত বরে মাহজারুল ইসলাম।
আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত