বিএনপি নেত্রী আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক দুর্নীতি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১১ আগস্ট) দুদকের কমিশন বৈঠকে এ মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
মামলার এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো ধরনের রেকর্ডপত্র দাখিল না করে এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পর যোগসাজশে প্রায় ৮৬ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এই ঘটনায় শুধু আফরোজা খান রিতাই নন, অভিযুক্তদের তালিকায় রয়েছেন—উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ আরও তিনজন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
দুদক জানিয়েছে, এই অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্তরা একটি প্রভাবশালী চক্র হিসেবে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসারে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
দুদক শিগগিরই মামলাগুলো সংশ্লিষ্ট থানায় দায়ের করবে বলে জানা গেছে।





