সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫, আহত ২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে বর্তমানে উদ্ধারকাজ চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এদিকে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অক্সিজেন প্ল্যান্টের পাশের দোকান (ফারিয়া এন্টারপ্রাইজ) মালিক ইদ্রিস ব্যাপারী গণমাধ্যমকে জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে লোহা-লক্কড় উড়ে এসে পড়েছে। বিস্ফোরণের পর প্ল্যান্টের ভেতর থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে





