ভালুকায় রান্নার সময় ঝড়ো হাওয়ায় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়ির উঠানে রান্না করার সময় ঝড়ো হাওয়ায় খেজুর গাছ পড়ে চায়না আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গোবুদিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
নিহত চায়না ওই এলাকার মো. নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানে চায়না আক্তার তার অসুস্থ শাশুড়ির জন্য রান্না করার সময় গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস শুরু হয়। এ সময় বাতাসে খেজুর গাছের গুরি ভেঙে মাথায় উপর পড়ে গেলে ঘটনাস্থলেই গৃহবধূর মারা যান।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
স্থানীয় ইউপি সদস্য আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি খেজুর গাছের গুরি নষ্ট পঁচে আছে। একটু বাতাসে গাছটি গৃহবধূর উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।