ভোলায় ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা

Shakil
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ১৫ মে ২০২৩ | আপডেট: ৬:৪৫ পূর্বাহ্ন, ১৫ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশাল বিভাগের ভোলা জেলায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।

রোববার (১৪ মে) দিবাগত রাতে সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রামে হত্যার ঘটনাটি ঘটে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে হত্যা রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। জমির বিরোধে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

খুন হওয়া অন্তঃসত্ত্বা নারীর নাম বিবি কুলসুম (৪০)। তিনি সাজিকান্দি গ্রামের তছির মাঝির স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী। তার স্বামী তছির পেশায় একজন জেলে।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।