ভালুকায় সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : বাংলাবাজার পত্রিকা
ছবি : বাংলাবাজার পত্রিকা

ইদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি, সিডষ্টোর বাজার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের নেতৃত্বে সড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এ সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রিয়াদ মাহমুদ, ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ও পুলিশ সদস্যরাসহ আরও অনেকেই। 

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি, সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মহাসড়ক ও ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার জানান, ইদে বাড়ি ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়ত করতে পারে এবং কোন প্রকার যানজট সৃষ্টি না হয়। সেই লক্ষে এ ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। 

তিনি আরও বলেন, ভালুকা অংশে এ দুটি স্থান বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকান, কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে দোকান যেন সড়কে বসতে না পারে। সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।