ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭ জন

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ২৪ জুন ২০২৩ | আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের সময় ভাঙ্গার মালিগ্রাম অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

ভাঙ্গার দমকল বাহিনী আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করে। ভাঙ্গা দমকল বাহিনী সূত্রে জানা যায়, অ্যাম্বুল্যান্সে থাকা সবাই ঘটনাস্থলে মারা গেছেন। চালক মৃদুলকে (৪০) গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।