পুকুরে গোসলে নেমে ভাইবোনের মৃত্যু

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৩ | আপডেট: ৫:১৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জেলার জগন্নাতপুরে গোসল করতে গিয়ে প্রীতম সরকার (২) ও নিঝুম সরকার (৪) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা

নিহতরা রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের নিখিল সরকারের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, বড় ভাই ইন্দ্রজিতের সঙ্গে গোসল করতে যায় তারা। ইন্দ্রজিৎ গোসল শেষ করে ঘরে ফিরে আসে। পরে ছোট ছেলেকে খুঁজতে যায় মা। এ সময় তিনি পুকুরে প্রীতমের দেহ ভাসতে দেখেন। এর পর পুকুরে খুঁজে নিঝুমের দেহও পাওয়া যায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনিরুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুজনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।