বয়লার বিস্ফোরণে ঠাকুরগাঁওয়ে নিহত ৩
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের রহিমানপুরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় ২ শিশু ও ১ নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদরের পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিমে দাসপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ।
আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান
নিহতদের পরিচয়- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পল্লীবিদ্যুৎ নামক এলাকায় একটি হাসকিং মিলের ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপের ফলে বয়লার বিস্ফোরণ ঘটে। সেখানে দীপ্তি দাস, পলক ও পূজা বসে ছিলেন। ঘটনাস্থলেই তারা নিহত হন।
আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
স্থানীয় বাসিন্দা হরিদাস বলেন, ‘আমরা দোষীদের শাস্তি চাই। এসব পরিবার যেন ন্যায়বিচার পায়।’
রহমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা পীড়াদায়ক। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’





