তারাকান্দায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হরিপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন মাছ ব্যবসায়ী মো. আব্দুল বারেক (৪৫)। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল বারেক ওই গ্রামের মরহুম শমশের আলীর ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিয়মিতই মিরাশ উদ্দিনের পুকুর থেকে মাছ কিনতেন তিনি। মাছ ধরার সুবিধার্থে পুকুরের পানি সেচ দিতে বৈদ্যুতিক মটর চালানোর চেষ্টা করছিলেন তিনি। সে সময়ই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
বিদ্যুতের ঝাঁকি খেয়ে মৃত্যুর এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। আব্দুল বারেকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়রা এগিয়ে এসেছেন। তারা বলছেন, আব্দুল বারেক পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন। তাঁর এমন মৃত্যুতে গ্রামের সবাই মর্মাহত।
এ ঘটনায় তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অসাবধানতাবশতই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তদন্ত চলছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে





