নরসিংদীতে ইউপি চেয়ারম্যান খুন

Abid Rayhan Jaki
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ২৯ মে ২০২৪ | আপডেট: ২:০৭ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান মাহাবুবকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় সাইদ হাসার পাপ্পু (৩৮) নামে এক সহযোগী । গত মঙ্গলবার (২৮ মে) রাতে মাধবদী থানার ভগিরথপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানায়, ভগিরথপুরে অবস্থিত তার ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তাকে  প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর যখম করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। সহযোগি পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদুল কবির বাশার জানান, ঘারের পিছনের রক্ত নালী কেটে গেছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পাঠানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহ সদর হাসপাতালে নেয়ার পাশাপাশি আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে

এঘটনায় এলাকায় শোক সহ ক্ষোভে থমথমে অবস্ষা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।