সরাইল–আশুগঞ্জে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করলেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী তরুন দে

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল–আশুগঞ্জ এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এস. এন. তরুন দে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

শোভাযাত্রা ও লিফলেট বিতরণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর মধ্যে ছিলেন—সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী সমীর চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রজন্ম দলের সভাপতি মিন্টু সরকার, সরাইল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রাকিব মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক), মো. সাজিদুল হক সানি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শ্রী সাগর সরকার, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন মারুফ, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আরাফাত রাফি, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান খন্দকার, সরাইল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিবলী সাদিক, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুনায়েদ মিয়া, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ইফরানুল হক আল ইমন, আড়াইসিধা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ, সরাইল উপজেলা তাঁতীদলের আহ্বায়ক হাফেজ জামাল উদ্দিন বাদশা, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল রাকিব মিয়া, সরাইল উপজেলা তরুণ দলের আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম সাদেক, সরাইল উপজেলা তরুণ দলের সদস্য সচিব মো. উজ্জ্বল মুন্সী, সরাইল সদরের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাব্বত আলী এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল এবং তরুণ দলের স্থানীয় নেতাকর্মীরাও শোভাযাত্রায় যোগ দেন।

এ কর্মসূচির মাধ্যমে তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসমর্থন আদায়ের প্রচারণা আরও বেগবান হবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন