নরসিংদীর কারাগার পরিদর্শনে বিবাগীয় কমিশনার

Any Akter
নরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৪ | আপডেট: ২:৩৬ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ সিথিল হওয়ায় জনমনে স্বস্তির পাশাপাশি স্বাভাবিক হচ্ছে নরসিংদীর জনজীবন। ছুটির দিন হলেও সকাল থেকেই নরসিংদীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের কর্ম চঞ্চলতা এবং গণপরিবহনের চলাফেরা লক্ষ করা গেছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কারাগারে বাড়তি নিরাপত্তায় স্থাপন করা হয়েছে বিজিবি ক্যাম্প। এদিকে শনিবার সকালে ক্ষতিগ্রস্থ নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম। 

এসময় অতিরিক্ত কারা মহা-পরিদর্শক কর্ণেল শেখ সুজাউর রহমান, র‌্যাব-১১ এর সিও লে. কর্ণেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পরিদর্শন শেষে বিভাগী কমিশিনার মো: সাবিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সরকারের মাননীয় মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমান নির্নয় করতে কারাগারটি পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরুপন করে কারাগারটি ব্যবহার যোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।