সিরাজদীখানে হত্যার জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাট

Any Akter
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৪ | আপডেট: ১১:৪১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নাছির শেখ (৪৮) নামের এক মাছ ব্যবসায়ীকে হত্যার জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হুমকিতে এলাকা ছাড়া আসামিপক্ষের নারী-পুরুষ ও শিশু। ২৫ আগষ্ট রোববার বিকেল ৫ টার দিকে নিহতের ভাই সেলিম শেখ (৪০) ও মিন্টু শেখ (৩২) এবং মো, শাহীন (৪১), মৃদুল (২৩) সহ  ২০/৩০ জন লোক তিনটি ঘর, একটি বিল্ডিং ভাঙচুর এবং প্রায় ২২ ভরি অলংকার, একটি মোটরসাইক, নগদ ৪ লাখ টাকা ও মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবারটির প্রায় ৪০ লাখ ক্ষতির হয়েছে। এছাড়াও জায়গা জমির কাগজপত্র নিয়ে গেছে হামলাকারীরা। 


আরও পড়ুন: নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামের প্রয়াত সামাদ শেখের পুত্র মাছ ব্যবসায়ী নাছির শেখ (৪৮) কে গত ২৪ আগষ্ট রাত সাড়ে ১০ টার দিকে দুবৃর্ত্তদের গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়- নাছির শেখ এলাকায় মাছ, জমি জমার বেচাকেনার কাজ করতেন। আমাদের একজন আত্নীয়ের জমি নিরে তার সাথে ঝামেলা রয়েছে। আমাদের অনেক এলাকাবাসী বলছে তাকে মারা সময় ঐখানে মাইক্রোবাস ছিলো। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়েছে । বাবু শেখ মালখানগর চৌরাস্তায় এলাকা থেকে আসার সময় তার মুখোমুখি পরে। নাছির শেখ মালখানগর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। সাবেক এমপির আস্থা বাজন লোক থাকায় বিভিন্ন লোকজনের ঝামেলার জায়গা জমিন বেচাকেনা করতেন। আমাদের পরিবারকে ফাঁসানো হয়েছে দাবী করেন তারা। 

আরও পড়ুন: সাগর থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


এদিকে,বাবু শেখের পিতা নুর মোহাম্মদ শেখ (৭০) বলেন, আমার ছেলে বাবু শেখ শিংঙ্গাপুর প্রবাসী। এক মাসে বেশি সময় ও ছুটিতে আসছে। আমাদের ছেলেদের এলাকায় হত্যা মামলায় ফাঁসাতে চাচ্ছেন তারা। ওরা কখনোই মারামারি করে নাই। আমার পাঁচ ছেলেই বিদেশে থাকেন। ছোট ছেলেটি কলেজে পরে। আমার বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং হুমকি দিচ্ছে তারা। আমার পরিবারের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  তিনি আরও বলেন, আমি নিজেও এ হত্যার বিচার চাই। প্রশাসন তদন্ত করে, প্রকৃত আসামিদের বের করুক।

অপরদিকে, নিহত নাছির শেখের ছোট ভাই মিন্টু শেখ (৩২) বলেন, গুলি খাওয়ার পর আমার ভাই মারা যাওয়ার আগে বাবু, নয়ন ও জাকিরের নাম বলে গেছে। ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিষয়ে হতো। তবে তিনি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের বিষয়টি অশিকার করে বলেন, আমার ভাই মারা পরপরই আমরা এ কাজ করতে পারতাম রোববার ভাইকে মাটি দেয়ার পর, আমরা থানায় গিয়ে মামলা দায়ের করি। 

সিরাজদীখান থানার (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় তিনজনকে আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে। প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। খোঁজ খবর নিবো।