আনসারদের কর্মবিরতি সত্ত্বেও সচল চট্টগ্রাম বিমানবন্দর

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৪ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাকুরি স্থায়ীকরণের দাবিতে গত ২২/০৮/২০২৪ ইং তারিখ হতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যরা কাজ না করায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজেদের লোকবল দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখার কর্মকর্তা–কর্মচারীরা (এভসেক) অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে সবদিক সামাল দিচ্ছেন।

বিমানবন্দরের ল্যান্ডসাইড ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার কাজে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটিলিয়ন আনসার এবং এপিবিন সদস্যরা। নিরবচ্ছিন্ন যাত্রীসেবার লক্ষ্যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত বলেও আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত