চাঁদপুরে মেঘনা নদীতে গোলাগুলি নিহত ২, আহত-১১

Any Akter
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৬:৫০ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। ছবিঃ সংগৃহীত
গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরের বাহেরচরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে কানা জহির ও কিবরিয়া গ্রুপের গোলাগুলিতে রিফাত ও রাসেল নামে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আইয়ুব আলী নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পরে মোহনেপুরের কাছাকাছি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল আব্দুল্লাপুর হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও আহতদের পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ হাসপাতালে নেয়া হলে বিষয়টি জানাজানি হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

থানা পুলিশসহ একাধিক সূত্র জানায়, প্রভাব বিস্তারের জের ধরে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কানা জহির ও কিবরিয়া গ্রুপের সদস্যরা ২টি করে মোট ৪টি স্পিডবোটযোগে একে অপরের প্রতি সশস্ত্র হামলায় মুখোমুখি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় চাঁদপুরের মতলব উত্তরের দশানি গ্রামের রিফাত (২৯) ও ভাষানচর গ্রামের রাসেল (৩০)। গুলিবিদ্ধ আইয়ুব আলিকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একটি সূত্র বলছে, ডাকাত দলের সাথে নৌ পুলিশের গোলাগুলি ঘটেছে। যদিও নৌপুলিশের কেউ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে কানা জহির এবং কিবরিয়া দুজনেই দুর্ধর্ষ নৌ ডাকাত।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল বলেন, এটি চাঁদপুরের ঘটনা। গুলিবিদ্ধ আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে একজনকে ঢাকায় পাঠায়। অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাচ্ছি। এটি বালু উত্তোলনে প্রভাব বিস্তারকে জেরে সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমি বিস্তারিত পরে জানাতে পারবো।