সুনামগঞ্জে মধ্যনগর টাঙ্গুয়ার হাওরে দেশি মাছ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় আকস্মিক অভিযান

Sanchoy Biswas
ধর্মপাশা সংবাদদাতা
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৬:৪৯ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
সুনামগঞ্জে মধ্যনগর টাঙ্গুয়ার হাওরে দেশি মাছ সংরক্ষণ। ছবিঃ সংগৃহীত
সুনামগঞ্জে মধ্যনগর টাঙ্গুয়ার হাওরে দেশি মাছ সংরক্ষণ। ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণে রবিবার উপজেলা প্রশাসন মধ্যনগর ও উপজেলা মৎস্য অফিস ধর্মপাশা, সুনামগঞ্জ এর উদ্যোগে বেলা ১১ টা হতে বিকাল পর্যন্ত মধ্যনগর উপজেলার অংশের টাঙ্গুয়ার হাওরের বেশ কয়েকটি ছোট বড় বিলে অভিযান চালিয়ে মোট ২৪ টি চায়না দুয়ারি নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার, আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। জালগুলো সংশ্লিষ্ট বিলের পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার যন্ত্র বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এ সংশ্লিষ্ট আইন অমান্যকারী গণ অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম,ধর্মপাশা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, মধ্যনগর থানার এস আই মো. আলমগির হোসেন, পুলিশ ও আনসার সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন।

ধর্মপাশা উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,হাওরে  দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ