ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৫ | আপডেট: ৮:১৭ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৫
ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবিঃ সংগৃহীত
ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবিঃ সংগৃহীত

ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছে ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা। 

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের‌ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও ঈদ বোনাস নিয়ে তাল বাহানা করছে। ৮০০ টাকা করে ঈদ বোনাস দেয়া হবে মালিক পক্ষের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। তাদের দাবি বেসিক বেতনের অর্ধেক ঈদ বোনাস, নাইটলাউন্স, মাতৃত্বকালীন ছুটিসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে