শ্যামনগরে জমিজমা বিরোধ নিয়ে ভাই ও ভাইপোদের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নে পাখিমারা খেয়াঘাট এলাকায় বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ আপন ভাই ও ভাইপোদের আঘাতে ছোট ভাই কাদের মোড়ল (৬৫) মৃত্যু হয়েছে।
২৩শে মার্চ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। কাদের মোড়ল ওই এলাকার মৃত খতিব আলীর ছেলে।
আরও পড়ুন: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত অর্ধশত
ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, বসত দুইটার জমিজমা নিয়ে কাদের মোড়ল ও তার ভাই মোশারফ মোড়ল সহ কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।
কাদের মোড়লের ছেলে তৈবুর রহমান বলেন, আমার চাচা মফিজুল মোড়লের কাছ থেকে আমরা একটি জমি ক্রয় করি। ক্রয়কৃত জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচাদের সাথে বিরোধ বাধে। আজ (রোববার) ভোর সাড়ে পাঁচটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মোশারফ মোড়ল, চাচা ওহেদ মোড়ল, চাচা রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল এবং হাবিবুর রহমানসহ তাদের সহযোগীরা আমার প্রতিবন্ধী বাবার ঘাড় মটকিয়ে (ঘাড়ে আঘাত করে) মারধর করে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করি, কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি দোষীদের শাস্তি দাবি করেন।
আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান
নিহতের স্ত্রী মাকসুদা বিবি বলেন, আমার ভাসুরদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। তারই জের ধরে আজ ভোর সাড়ে পাঁচটার সময় আমার সামনে আমার ভাসুররা ও তার ছেলেরা আমার স্বামীর ঘাড় মটকিয়ে মারধর করে।
এদিকে ঘটনার পর অভিযুক্তরা সব পালাতক রয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে কেউ এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি।





