মুন্সীগঞ্জে নৌ-ডাকাত জালাল মিঝি গ্রেফতার

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ৫:০৩ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নৌ-ডাকাত জালাল মিঝিকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের এলাকা থেকে গ্রেফতার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ওসি বলেন, জালাল মিঝি বাংলাবাজারের বানিয়াল এলাকার কাশেম মিঝির পুত্র। সে নৌ-ডাকাতি, অস্ত্র মামলাসহ সর্বমোট ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া সে সাম্প্রতিক সময় নিহত নৌ-ডাকাত বাবলা মিজির ঘনিষ্ঠ সহচর। গ্রেফতার জালাল মিঝিকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

ওসি আরও বলেন, মুন্সীগঞ্জ থানায় পাঁচটি মামলার পরও তার নামে চাঁদপুর ও শরীয়তপুর জেলায় নৌ-ডাকাতির একাধিক মামলা রয়েছে।