নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্‌যাপন

Sanchoy Biswas
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যথাযোগ্য আনুষ্ঠানিকতা ও  প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ২৬ মার্চ নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০২৫ উদ্‌যাপন করা হয়েছে । দিবসটি পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল কলেজ ও  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  কর্তৃক পৃথক পৃথক অনুষ্ঠানমালার  আয়োজন  করা করেছে ।

প্রত্যুষে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও  কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন  উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এ উপলক্ষে  উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। 

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, থানা অফিসার ইনচার্জ খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাসির, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, রাফিজ মিয়া,জামায়াতে আমির অধ্যাপক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক ও  বিভিন্ন স্কুল কলেজের কয়েকশ ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এছাড়াও দিবসটি উদ্‌যাপন উপলক্ষে  নাসিরনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,রচনা ও কবিতা আবৃত্তি, হাসপাতালে ভালো খাবার পরিবেশন, মসজিদ মন্দিরে প্রার্থনাসহ নানাবিধ কর্মসূচি  বাস্তবায়ন  করা হয়েছে ।