জামালপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ককে সংবর্ধনা

Sanchoy Biswas
জামালপুর সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
জামালপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ককে সংবর্ধনা। ছবিঃ সংগৃহীত
জামালপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ককে সংবর্ধনা। ছবিঃ সংগৃহীত

ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ক মির্জা মাসুদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নাসিব জামালপুর জেলা শাখা।জামালপুর

২৬ মার্চ (বুধবার) দুপুরে জামালপুর বিসিক শিল্প নগরির নাসিব জেলা কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির সদস্য খন্দকার একেএম তহিদুল ইসলাম বাবু, জামালপুর জেলা নাসিবের সভাপতি এনামুল হক খান মিলন, সহসভাপতি সাইদা বেগস শ্যামা, আব্দুল ওয়াদুদ ও শাহাবিয়া জাহান ছিদ্দিকাসহ নাসিবের পরিচালকরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে  সংস্কার কমিটির আহবায়ককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

এ সময় জেলা নাসিবের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

কাজ সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কার কমিটির আহবায়ক মির্জা মাসুদুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিবকে একটি শ্রেনি কুক্ষিগত করে রেখেছিল। আমরা দায়িত্ব নেবার পর নাসিবকে যাতে দেশের ব্যবসায়ীরা নেতৃত্ব দিতে পারে এমনকি দেশি-বিদেশ অর্থায়নে ক্ষুদ্র ও কুটির শিল্পকে সামনে দিকে এগিয়ে নিতে সে ভাবে কাজ করে যাচ্ছে এ কমিটি।