কিশোরগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মিয়া (২৫) ও আল আমিন (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর দাফন সম্পন্ন, নিজ গ্রামে শেষ বিদায়
শামীম মিয়া জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া নামাকান্দা গ্রামের নোহাজ উদ্দিনের ছেলে এবং আল আমিন একই উপজেলার লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হন দুই বন্ধু শামীম মিয়া ও আল আমিন। বিকেল ৩টার দিকে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কমছে না
এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আল আমিনও মারা যান। এ ঘটনায় অপর মোটরসাইকেলের আহত আরোহীর নাম ও পরিচয় জানা যায়নি। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





