জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

AK Azad
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ৩:২০ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছর বয়সের এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে সদরের পৌর এলাকার নয়নপুরে ঘটনাটি ঘটেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করেন। কনে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শহরের ভাদুঘর দক্ষিণপাড়া এলাকার বরকত আলীর ছেলে মো. নিলয়ের (২০) সঙ্গে পারিবারিকভাবে শহরের নয়নপুর জামে মসজিদের পাশের বাড়ির অপ্রাপ্ত বয়সের ওই কিশোরীর বিয়ের তারিখ নির্ধারণ হয়।

গতকাল দুপুরে ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় লোকজন এই বাল্যবিয়ের বিষয়ে সদর উপজেলা প্রশাসনকে অবগত করেন। গোপন সংবাদের মাধ্যমে কনের বাড়ির উদ্দেশ্যে বরপক্ষের যাত্রা সংবাদ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। দুপুর দুইটার দিকে কনের বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী। বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। বাল্য বিয়েতে রাজি হওয়ায় ছেলের বাবাকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী বলেন, কনে অপ্রাপ্ত বয়সের। কনের দাদা আনসার আলী ও বরের বাবা বরকত আলী আর বাল্যবিয়েতে রাজী হবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়সের ওই কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। উভয়পক্ষ মুচলেকা দিয়েছেন।