মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কোহিনূর কেমিক্যাল কোং লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকার প্রধান সড়ক অবরোধ করেছেন।
কোহিনূর কেমিক্যালের কসমেটিকস বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটের দিকে তারা শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউয়ে অবস্থান নেন। এতে করে যান চলাচল বন্ধ হয়েছে। ঘটনাস্থলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
ঘটনাস্থল থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে কটূক্তি অভিযোগে কোম্পানির বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আন্দোলনে মুখে ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ





