নাসিরনগর গৌর মন্দিরের নতুন কমিটি: কাজল সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক

Any Akter
চন্দন কুমার দেব, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ৯:১৪ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৬ এপ্রিল রাতে  অত্যন্ত আড়ম্বরপুর্ন পরিবেশে নাসিরনগরের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের  প্রধান মন্দির শ্রী শ্রী গৌর মন্দিরের  বর্তমান সভাপতি কাজল জ্যোতি দত্তকে সভাপতি ও সবুজ দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩ বছর মেয়াদী কমিটি পুন:গঠন করা হয়েছে ।

শনিবার (২৬ এপ্রিলি) রাত ৮ টায় উপজেলা সদরের মন্দির প্রাঙ্গনে বর্তমান মন্দির পরিচালনা কমিটির সদস্য সহ নাসিরনগরের ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বী সাধারন ও নেতৃস্থানীয় লোকজন বর্তমান কমিটির  বিগত ৩ বছরের  কাজের মুল্যায়ন করে সর্বসন্মতিক্রমে কাজল জ্যোতি দত্তকে সভাপতি, সবুজ দাসকে সাধারন সম্পাদক ও রতন বনিককে কোষাধ্যক্ষ মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

কমিটি গঠন উপলক্ষে কাজল জ্যোতি দত্তের সভাপতিত্বে আয়োজিত বিশেষ সভায় বিশিষ্ট হিন্দু নেতৃবৃন্দের মধ্যে নাসিরনগর সদর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী দাস, হিন্দু ধর্মীয় নেতা বাদল দেব, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রতন বনিক, শ্রী সমীর গোপ,শ্রী রাজু দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক চন্দন কুমার দেব,নাসিরনগর বাজার কমিটির  সাধারণ সম্পাদক সুজন দেব, চন্দন কুমার দেব (শিক্ষক), সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, শ্রী স্বপন চক্রবর্তী, মৎস্যজীবি নেতা নিরন্জন দাস, শী কমল চন্দ্র দাস, স্বপন সরকার,সমীর দাস প্রমুখ উপস্থিত ছিলেন ।

সুজিত কুমার চক্রবর্তীর পবিত্র গীতা পাঠের মধ্য দিযে সভা শুরু করে অনুষ্টান সঞ্চালনা ও বিগত কমিটির ৩ বছরের পারফরমেন্স উপস্থাপন করেন বর্তমান সাধারন সম্পাদক শ্রী সবুজ দাস। সর্বসন্মতিক্রমে পুন:গঠনকৃত ৩ সদস্য বিশিষ্ট কমিটিকে স্বল্পতম সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পন করা হয়। সভাশেষে মন্দির পরিচালনা কমিটিরসহ সভাপতি সুশীল চন্দ্র দাস ও সভাপতি কাজল জ্যোতি দত্তের স্ত্রী দেবী রানী দত্তের  অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে  তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ।

আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে