চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

Any Akter
আব্দুল জাহির মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ন, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ৭:০৮ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রবিবার  (২৭ এপ্রিল) বিকালে চেয়ারম্যান মোঃ আলীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম। উঠান বৈঠকে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর সেলিম,বিট অফিসার সজল রায়,মেম্বার আব্দুল মালেক চৌধুরী সহ গাজীপুর ইউনিয়নের কয়েক জন ব্যক্তিবর্গ। প্রধান অতিথি অফিসার ইনচার্জ নুর আলম বলেন তথ্য দিন সেবা নিন।

এ সময় তিনি সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করার জন্য বলেন, এবং যেকোনো পুলিশি সহযোগিতা করার আশ্বাস দেন ও এলাকার মাদক চোরাচালান,দাঙ্গা হাঙ্গামা রোধে পুলিশের কঠোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বক্তব্য রাখেন। উল্লেখ্য উঠান বৈঠকে সাধারণ মানুষ সংখ্যায় অত্যন্ত কম ছিল।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদকে বহিষ্কার

এ ব্যাপারে কয়েকজনকে জিজ্ঞেস করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, গাজীপুর ইউনিয়নের বিট অফিসার সজন রায় এলাকার কোন জনসাধারণকে উঠান বৈঠকের আমন্ত্রণ জানাননি। এবং সাধারণ জনগণ উঠান বৈঠকে যেতে অনিহা প্রকাশ করার কারণ হিসেবে উল্লেখ করেন গাজীপুর ইউনিয়নের সম্প্রতি তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটলেও বিট অফিসার সজল কোন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। বরং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আসামিদের সাথে আতাত করে পালিয়ে যেতে সহযোগিতা করার।