নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের প্রতিটি নাটক ও বিক্ষোভ

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ১২ মে ২০২৫ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি (পাস কোর্স) করার দাবিতে আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির জেলা শাখা। গতকাল সোমবার দুপুরে বৈরী আবহাওয়ার মাঝেই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে তারা কর্মসূর্চী পালন করে।

দুপুরে নার্সিং শিক্ষার্থীরা 'এইচএসসি এরপর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (সম্মান) সমমান চাই' শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের সামনে জড়ো হন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টররাও সেখানে জড়ো হন। আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করের মাধ্যমে প্রতিবাদী দিবস হিসেবে প্রতীকী নাটক করার প্রস্তুতি নিয়েছিলেন নার্সিং শিক্ষার্থীরা। কিন্তু বৃষ্টির জন্য তারা প্রতীকী নাটক করতে পারেননি। পরে জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অবস্থান নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

আন্দোলনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, মেধা সহকারে এইচএসসি পাশ করে তিন বছরের ডিপ্লোমা করেছেন তারা। ইংরেজি মিডিয়ামে তিনটি পরীক্ষা দিতে হয়। শতকরা ৬০ ভাগ মার্ক পেয়ে তাদের উত্তীর্ণ হতে হয়। এরপর ৬ মাসের ইন্টার্নশিপ করে একজন নার্সিং শিক্ষার্থী। যদি তারা স্নাতক পর্যায়ে লেখা পড়া করতেন তাহলে স্নাতক সম্পন্ন করতে পারতেন। এ অবস্থায় কেন ডিগ্রি সমতুল্য করা হবে না এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। তারা দ্রæত তাদের দাবি মেনে নেয়ার জন্যে সরকারের কাছে দাবি জানান। অন্যথায় আগামী ১৪ মে ঢাকায় মহাসমাবেশ রয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। হাফিজা সুলতানা বলেন, যেখানে নার্সদের সম্মান নেই, সেখানেই উৎসব বয়কট হোক। ন্যায্য অধিকার ছাড়া 'আন্তর্জাতিক নার্সেস ডে' শুধুমাত্র লোক দেখানো। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।  

আরেক শিক্ষার্থী শারমিন আক্তার জানান,'ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি মর্যাদা দিতে হবে। অন্যথায় বিদেশের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যে পরতে হবে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা এ ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার