রাজবাড়ীতে যৌতুক মামলায় একজন আটক

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ন, ১৭ মে ২০২৫ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকা থেকে যৌতুক ও জোরপূর্বক গর্ভপাত করানোর মামলায় মো. হাবিব মোল্লা (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। 

শুক্রবার (১৬ মে) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

আটককৃত মো. হাবিব মোল্লা পাংশা উপজেলার বড় চৌবাড়িয়া গ্রামের মো. হাচেন আলীর ছেলে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার গণমাধ্যমকে জানান, ভিকটিমের সঙ্গে আসামি হাবিবের বিয়ে হয় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। বিয়ের পর থেকেই হাবিব ও তার পরিবারের সদস্যরা ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে।

আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও

গত বছরের ১ এপ্রিল হাবিবসহ অন্য আসামিরা ভিকটিম ও তার পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে ভিকটিমকে নির্মমভাবে মারধর করা হয় এবং পরিকল্পিতভাবে তার ৪ মাসের গর্ভজাত সন্তানকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়। এতে ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে রাজবাড়ীর পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ অভিযানে অংশ নেয় এবং অবশেষে পলাতক হাবিবকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।