চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা ও অটোরিকশা চালক নিহত

চাঁদপুরে শহরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রদল নেতা ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (১৯ মে) রাত সাড়ে সোয়া ১১টায় শহরের চেয়ারম্যানঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: তৃতীয় দফা বন্যায় তিস্তা তীরের হাজারো মানুষ পানিবন্দি
নিহত ওই ছাত্রদল নেতার নাম সমুদ্র মাল। তিনি চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। তিনি সদর উপজেলার বাবুরহাট মাল বাড়ির বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মনির মালের ছেলে। অপর নিহত অটোরিকশাচালকের নাম ইসমাইল। সে নাটোর জেলার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীর জানান, জেলা জজ কোর্ট এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছাত্রদল নেতা সমুদ্র মাল শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘোরানোর সময় মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩ পথচারী। যাদের মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। মৃত দুজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, নিহতের স্বজনদের থানায় আসতে খবর পাঠিয়েছি। লাশ দুটো থানা হেফাজতে রয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।