ডিআইজির নরসিংদীতে আগমন উপলক্ষে অপরাধ পর্যালোচনা ও কল্যাণসভা
 
                                        নরসিংদীতে ঢাকা রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডিআইজি নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছালে তাকে সুপার মো. আব্দুল হান্নান জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সৌদির কোরবানির মাংস পেল নাজিরপুরের এতিমরা
এসময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় যোগদান করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায়ও অংশগ্রহণ করেন।
এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও ফোর্সগণ উপস্থিত থেকে সামষ্টিক সমস্যা নিয়ে ডিআইজির সাথে সরাসরি কথা বলেন। পরে তিনি তাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুন: বরগুনা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল হারুন আর রশিদকে ধান উপহার দিলো নুরুল ইসলাম
এসময় তিনি উপস্থিত সকল কর্মকতাদের উদ্দেশ্য বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনাও প্রদান করেন। সভা শেষে তিনি পুলিশ লাইন্সে বৃক্ষ রোপণ সহ গার্ডিয়ান শেড, মোটর সাইকেল শেড ও মোটরযান ওয়াশিং জোন সহ বেশকয়েকটি স্থাপনার উদ্বোধন করেন। এসময় তার সাথে জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    