ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র মতে, ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু,মসলা, পটকা, কসমেটিক ইত্যাদি আনতে সাম্প্রতিক সময়ে কসবা সীমান্তে বেপরোয়া হয়ে উঠে চোরাকারবারিরা। গভীর রাতে ছয়-সাত জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের দেড়শ গজের ভেতরে ঢুকে পড়ে, তখন বিএসএফ তাদের উদ্দেশ্য করে ছররা গুলি ছোড়ে। এতে অন্যরা নিরাপদে পালিয়ে আসতে পারলেও আহত হন শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী ,দুজনই বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন।
আরও পড়ুন: তৃতীয় দফা বন্যায় তিস্তা তীরের হাজারো মানুষ পানিবন্দি
ঘটনাস্থল এলাকার পাশ্ববর্তী ওয়ার্ডের জনৈক মেম্বার রফিকুল ইসলাম বলেন, শুনেছি রাতে বিএসএফ’র গুলিতে ২জন গুলিবিদ্ধ হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ।
বায়েক ইউনিয়ন চেয়ারম্যান মো: বিল্লাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
বিজিবি-৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী আহত হয়েছে বলে খবর পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সীমান্তে সচেতনতা বৃদ্বির পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে। স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতা কাযক্রম চলমান আছে ।