সাতক্ষীরায় সকাল থেকে বৃষ্টি, বিপাকে খেটে খাওয়া মানুষ

রোববার (২৫ মে) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোর ৪ টার দিকে শুরু হওয়া বৃষ্টি এক পর্যায়ে থেমে গেলেও সকাল ৮টার পর থেকে আবারও টানা বৃষ্টিপাত শুরু হয়। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
এতে করে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। শহরের বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় ঘুরে দেখা গেছে মানুষের কম উপস্থিতি।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরা তালা উপজেলা ঘোনা গ্রামের দিনমজুর মাধব দাস দৈনিক বাংলাবাজার পত্রিকাকে বলেন, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। কাজে যাব, কিন্তু বসে আছি, যেতে পারছি না। এমন হলে আয় রোজগার বন্ধ হয়ে যাবে খাব কি?
আর্সেনিক মুক্ত কলের পানি নিতে আসা রেহেনা খাতুন বলেন, বাড়িতে খাবার পানি নাই বৃষ্টি হচ্ছে ভোর থেকে, তাই নিতে আসছি। পানি না নিলে খাওয়া হবে না।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় সবাইকে ঘরের মধ্যে অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।