নগরকান্দায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত-১
ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ মে) গভীর রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের মেইন রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও প্রায় ১০ লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এসময় জাহাঙ্গীর নামের এক ব্যক্তি ডাকাতদের বাধা দিতে গেলে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল হাসান সেলিম বলেন, “প্রতিদিনের মতো রাতে আমাদের পরিবারের দুইজন সদস্য ঘুমিয়ে ছিলো। হঠাৎ ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ধারালো অস্ত্রসহ আমার বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা আমার পরিবারের দুই নারী সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার মূল্যবান মালামালসহ স্বর্ণালংকার নিয়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আমাদের প্রতিবেশী জাহাঙ্গীর এগিয়ে আসেন। তখন ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ও আমার টিম ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।





