ঝড়ো বাতাসে খুঁটি উপড়ে পড়ে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা

কুমিল্লার বরুড়া উপজেলায় ঝড়ো বাতাসের কারণে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাতে প্রবল ঝড়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৪টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এই ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বরুড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে রাস্তার ওপর উপড়ে পড়া তিনটি ৪০-৫ সাইজের এসপিসি খুঁটি সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। তবে খুঁটিগুলোর সঙ্গে থাকা একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে ঠিকাদার প্রতিষ্ঠানকে ইতোমধ্যে কাজে লাগানো হয়েছে এবং শুক্রবার বিকেল নাগাদ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে পারে।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
এছাড়া, উপজেলার সুষুন্ডা এলাকাতেও একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ পড়ে খুঁটি ভেঙে যায়, ফলে ওই এলাকাও বিদ্যুৎহীন হয়ে পড়ে।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, এসব দুর্ঘটনার ফলে বরুড়া উপজেলার অধিকাংশ গ্রামীণ ও শহরতলির এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, “বিষয়টি আমরা জেনেছি এবং দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”