কুমিল্লা-সিলেট মহাসড়ক যেন মরণফাঁদ

Sadek Ali
মো. মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৫ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের দেবীদ্বার অংশের বিভিন্ন জায়গায় খানা-খন্দ, ছোট-বড় গর্তে সড়কের অনেক অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়ক ডুবে যায়। যানবাহনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

মঙ্গলবার  (৩ জুন ) সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কখনো কখনো অটোরিকশা থেকে যাত্রীদের কাঁদায় ছিটকে পড়তে দেখা যায়।

মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া, ফুলগাছতলা, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজালাল ইসলামী ব্যাংক লি. এনআরবি ব্যাংকের সামনের অংশে এ খানাখন্দ দীর্ঘদিনের।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

সুগন্ধা বাস সার্ভিসের চালক আলী হোসেন বলেন, ‘এ সড়কে এমন সমস্যা নতুন নয়। বছরের পর বছর সমস্যা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। মাঝে মাঝে সওজের লোকজন ইট-সুরকি ফেলে খানাখন্দ ও গর্ত পূরণ করলেও তা সাময়িক। সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়ক দেবে গিয়ে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়।

সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রাকচালক হোসেন মিয়া বলেন, ‘হেলেদুলে কখন যে দুর্ঘটনায় পড়ে যায়, বৃষ্টি বেশি হলে গর্তগুলো দেখা যায় না। অনেক সময় এক্সেল ভেঙে পড়ে থাকতে হয়।’

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, সড়কের সমস্যা নিয়ে আমরা কাজ করছি। ভেকু দিয়ে পানি সরিয়ে আগামীকাল সড়কটি সংস্কার করে দেব।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাড়কের দেবীদ্বার অংশের খানাখন্দ ও ছোট-বড় গর্তের কারণে জনদুর্ভোগ নিয়ে সওজের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি।