কুলাউড়ায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ১২:২১ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এক জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সোমবার (৯ জুন) বিকেলে জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানে বিদ্যুতের কাটআউট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজু পাশী (২৭)। তিনি ওই এলাকার উমা পাশীর ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অপরদিকে সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের আমূলি নামক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় লিপি বেগম (৩৫) নামে এক নারীকে ধাক্কা দেয় একটি বেপরোয়া অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লিপি বেগম রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার বাসিন্দা। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান