বকেয়া বেতনের দাবিতে সোনারগাঁয়ে জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ

Sanchoy Biswas
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁও
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, ২৪ জুন ২০২৫ | আপডেট: ৩:৪৯ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাঁচপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশস্ত করলে মহাসড়ক থেকে সরে যান। 

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

শ্রমিকরা বলেন, আজকের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। 

মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, বকেয়া পরিশোধ করা হবে। 

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশস্ত করলে তাঁরা তা মেনে মহাসড়ক থেকে সরে যায়।