সাতক্ষীরায় সেনা অভিযানে মাদক উদ্ধার, যুবদল নেতাসহ আটক ৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার টিকারামপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি করে তাদের আটক করা হয়। শনিবার দুপরে সেনাবাহিনী বাহিনী প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান, টিকারামপুর গ্রামের এনামুল হক রানা ও তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং একই গ্রামের সোলায়মান হোসেন।
আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, জুলাই আন্দোলনের পর থেকে খালিশখালি ইউনিয়ন যুবদলের যুগ্ম
আহ্বায়ক আজিবর রহমানের নেতৃত্বে ও এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রম চালানে হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সদস্যরা ওই এলাকার ঐ বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ চারজননে আটক করে। এরপর তাদের কাছ থেকে উদ্ধা করা হয় ৯০টি ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম গাঁজ গাঁজা সেবনের সরঞ্জাম ও নগদ ১২ হাজা টাকা।
আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন
তিনি আরও জানান, আটকের পর আসামিদের বেলা সাড়ে তিনটার দিকে তাদের কাে হস্তান্তার করা হলে থানার উপ-পরিদর্শক (এস আই) অনিরুদ্ধ বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
এবিষয়ে খলিশখালি ইউনিয়ন যুব দলে আহ্বায়ক মেহেদি হাসান মুঠোফোে প্রতিবেদককে জানান, গ্রেপ্তারকৃত আজিবর রহমান ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তবে কেন তাকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না