কক্সবাজারে পুলিশের স্ত্রীর ঘরে ঢুকে মোবাইল ছিনতাই ও ধর্ষণ, মামলা দায়ের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৩০ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। অজ্ঞাত এক যুবক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পর ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। ঘটনার সময় পুলিশের ওই সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

ভুক্তভোগীর স্বামীর দায়ের করা অভিযোগে বলা হয়, রাত আনুমানিক ৩টার দিকে এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। তিনি প্রথমে ঘরে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন এবং এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি

ঘটনার সময় ঘরে থাকা তার দুই শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। পরে পাশের ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ছুটে আসেন। পরদিন মঙ্গলবার সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

আরও পড়ুন: চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত