বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা, আহত এক কিশোরী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২২ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন কিশোরী। নিহত দুই নারী সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ।

বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

আরও পড়ুন: কমলনগরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি বই বিক্রির অভিযোগ

নিহতরা হলেন—মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত কিশোরী বুলবুলের মেয়ে বন্যা (১৬) বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্য মো. খোকন জানান, বন্যাকে দীর্ঘদিন ধরে সৈকত নামে এক যুবক বিরক্ত করছিল। ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ না থাকায় সৈকত আরও সাত-আটজনকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করলে প্রথমে তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর বৃদ্ধ লাইলী বেওয়াকেও একইভাবে হত্যা করা হয়। বন্যা ছুটে এলে তাকেও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন: লাশ পড়ানো ও পুলিশের গাড়ি হামলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এখন পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ নির্মম ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।