জৈন্তাপুরে ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ আটক ১

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম মারুফ আহমেদ (২২)।সে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের মৃত কুদরত উল্লাহর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩শে জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা মসজিদ সংলগ্ন স্হানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
এ সময় বিকেল ৫:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সন্দেহভাজন গাড়ীর তথ্যাদি তল্লাশী পূর্বক পরীক্ষা নিরিক্ষার চালায়। এ সময় জব্দকৃত মোটরসাইকেলটি নিয়ে চেকপোস্টে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মারুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পরে তার হেফাজতে থাকা নাম্বারপ্লেটবিহীন ধূসর রংয়ের পালসার বাইকটি জব্দ করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত বাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বৃহস্পতিবার পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।