সুনামগঞ্জে ‘মাঠের কথা’ সমাবেশে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড নেত্রীবৃন্দের উদ্যোগে মাঠের কথা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেল ৪ টায় শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে সদর ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাঠের কথা সমাবেশে সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মইনুল হকের সভাপতিত্বে ও যুবদল নেতা জুনেদ আহমেদের সঞ্চালনায় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক চার বারের উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সদস্য আবুল মনসুর মোহাম্মদ সৈকত, ব্যারিস্টার আবিদুল হক, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি মো আব্দুল লতিফ জেপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দীন, প্রচার সম্পাদক মঈন খান ময়না প্রমুখ।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা কমিটি গঠন পরবর্তী নানা টালবাহানা করে আসছে। তৃণমূলের নেত্রীবৃন্দের মতামত উপেক্ষা করে উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হয়। উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলগণ পূর্বেও প্রমাণিত দল বিচ্ছিন্ন ও একটি পক্ষীয় নেতা।
আরো জানান, আমরা আজকে উপস্থিত তৃণমূলের নেতাকর্মীগণ, কেন্দ্রীয় ও জেলা নেত্রীবৃন্দের আহ্বানে একটি গতিশীল কমিটির অপেক্ষায় ছিলাম। কিন্তু সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলগণ তৃণমূলের সাথে আলাপ আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার কথা থাকলেও তারা একটি পক্ষে ফরমায়েশি কমিটি ঘোষণা করেন। তাদের ঘোষিত প্রতিটি কমিটিতে বিগত দিনে দল বিচ্ছিন্ন। আওয়ামী দোসর জাতীয় পার্টির লোক, বালু সিন্ডিকেট, জলমহাল লুটেরা লোকদের নিয়ে ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড কমিটি গঠন করে। আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ত্যাগী ও দল প্রেমিক সদস্য হিসাবে এই কমিটি প্রত্যাখ্যান করছি। দলকে রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। তাই দলের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড সহ মোট ১৮টি কমিটি ঘোষণা করছি। কমিটি ঘোষণার পূর্বে আপনাদের অবগতি ও কেন্দ্রীয় নেত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ জেলার অন্যান্য উপজেলার ফরম বিতরণ ও তৃণমূলের সাথে আলোচনার মাধ্যমে কমিটি গঠন হচ্ছে। পক্ষান্তরে তাদের এই দল বিচ্ছিন্ন কমিটি সুনামগঞ্জ বিএনপিকে ধ্বংসের একটি পাঁয়তারা বলে মনে করছি। আপনাদের মাধ্যমে আমাদের ঘোষিত এই কমিটি কেন্দ্রীয় মহাসচিব, সিলেট বিভাগের দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক বৃন্দের দৃষ্টি আকর্ষণ ও দলকে শক্তিশালী করতে হস্তক্ষেপ ও পরামর্শ কামনা করছি।
আরো জানান,বিগত দিনে দলের আন্দোলন সংগ্রামে, ত্যাগী নির্যাতিত নেতাদের বাদ দিয়ে সুনামগঞ্জ জেলার বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন ও সুনামগঞ্জ পৌরসভার ওয়ার্ডের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়।
কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা হলেন, সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো. তৈয়ব আলী, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, সুরমা ইউপির আহ্বায়ক হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, কাঠইর ইউপির আহ্বায়ক ওদুদ মিয়া,যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, রঙ্গারচর ইউপির আহ্বায়ক তাজুদ আলী, যুগ্ম আহ্বায়ক মো আব্দুল হক, জাহাঙ্গীর নগর ইউপির আহ্বায়ক আদম আলী,
যুগ্ম আহ্বায়ক আজমদ হোসেন, লক্ষণশ্রী ইউপির আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মেম্বার, মোল্লাপাড়া ইউপির আহ্বায়ক ছমরু মিয়া, যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, মোহনপুর ইউপির আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম,গৌরারং ইউপির আহ্বায়ক সামছুল হক, যুগ্ম আহ্বায়ক সৈয়দ গোলাম কিবরিয়া,সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের আহ্বায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, ২নং ওয়ার্ডের আহ্বায়ক রাশীদ আলী, যুগ্ম আহ্বায়ক কাজী জসিম কামাল, ৩নং ওয়ার্ডের আহ্বায়ক মহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জাকির খান, ৪নং ওয়ার্ডের আহ্বায়ক জাকির খান আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক শাহীন, ৫নং ওয়ার্ডের আহ্বায়ক আবুল হোসেন আজাদ,যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম শ্যামল, ৬নং ওয়ার্ডের আহ্বায়ক সোনা মিয়া, যুগ্ম আহ্বায়ক সুয়েব চৌধুরী, ৭নং ওয়ার্ডের আহ্বায়ক রুপন মিয়া, যুগ্ম আহ্বায়ক সোয়েব আহমেদ, ৮নং ওয়ার্ডের আহ্বায়ক বাদশা নুর মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের আহ্বায়ক রমিজ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো ফারুক মিয়া প্রমুখ।