বাবরকে ঘিরে মন্তব্য, নেত্রকোনায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা

Sanchoy Biswas
‎নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎বিএনপি সরকারের সময়কার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে নেত্রকোনা জেলা বিএনপি। এর প্রতিবাদে জেলার মদন ও মোহনগঞ্জে তাৎক্ষণিক বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। একইসাথে জেলা শহরেও হয়েছে বিক্ষোভ মিছিল।

‎রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টায় নেত্রকোনা জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে এক প্রতিবাদ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা “বাবরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ কর”, “নাসিরউদ্দিন পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু

‎মিছিলে অংশ নেন জেলা যুবদলের নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে বিএনপির দলীয় কার্যালয় জাহাঙ্গীরপুর সেন্টারে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হলে নবীনদের র‍্যাগিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী বহিষ্কার

‎সেখান থেকে একটি মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

‎সমাবেশে বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান।

‎বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে অপপ্রচারের মাধ্যমে ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। এটি বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

‎তাঁরা অবিলম্বে নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।