সুনামগঞ্জের দোয়ারায় প্রবাসীর ভূমি দখল থানায় অভিযোগ

Sanchoy Biswas
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামী লীগ নেতার দাপটে স্থানীয়রা প্রতিনিয়ত আতঙ্কে আছেন বলে অভিযোগ উঠেছে। একই সাথে অন‍্যের জমি অবৈধ দখলের অপকর্মে লিপ্ত আছেন ওই আওয়ামী লীগ নেতা ও তার পরিবারবর্গ। অবৈধ জমি দখলের ঘটনায় দোয়ারাবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। 


আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামী লীগ নেতা ও বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁন পরিবারের বিরুদ্ধে এক সৌদি প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে। বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁনের পিতা আব্দুশ শহীদ খাঁনের কাছ থেকে দলিলমূলে ভূমি ক্রয় করেন একই ইউপি'র বাগানবাড়ি নিবাসী মৃত আব্দুল মুনাফের ছেলে সৌদি প্রবাসী মো. আব্দুর রশিদ। তিনি ১৯৮৮ সাল থেকে সৌদি আরবে অবস্থান করে আসছেন। বিগত ২০০৪ সালে তার ভাইদের মাধ‍্যমে বোগলা বাজারের জনচলাচল রোডের পাশে ১৮ শতক ভূমি চেয়ারম্যান মিলন খাঁনের পিতা আব্দুশ শহীদ খাঁনের কাছ থেকে দলিলমূলে ক্রয় করেন। 

কিন্তু গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দিন দুপুরে আত্মীয় স্বজনকে নিয়ে প্রবাসী মো. আব্দুর রশিদের ক্রয়কৃত ভূমি দখল করে নেন আব্দুশ শহীদ খাঁনের পরিবার। কারণ প্রবাসীর ভাতিজা আরিফুল ইসলাম জুয়েল ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং বিএনপি রাজনীতিতে সক্রিয়। এরপর সামাজিকভাবে অনেক চেষ্টা করেও দখল মুক্ত করতে পারেননি প্রবাসী মো. আব্দুর রশিদের ক্রয়কৃত ভূমি। এর প্রতিবাদে গত ২৮ জুন বোগলা বাজারে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। 

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

ভুক্তভোগী পরিবারের পায়েল আহমদ জানান, চেয়ারম্যান পরিবার জোরপূর্বক বোগলাবাজারের মেইন রোডের আলমখালি মৌজার ১৫ জে.এল. নং ১৩৮/৪৩৮, ৫২৫ নং দাগের ১৮ শতক জায়গা দখল করে নিয়েছেন। এসব ঘটনার প্রতিবাদ করলেই মিথ্যা মামলা, হামলার হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে মানুষজন। 

অপর ব্যক্তি শাহজাহান মিয়া জানান, সৌদি প্রবাসী আব্দুর রশিদ ২০০৪ সালে মিলন খাঁনের পিতা শহীদ খাঁনের কাছ থেকে এই ভূমি ক্রয় করেন। কিন্তু ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন না করায়, পরবর্তীতে চেয়ারম্যান পরিবার কর্তৃক বিএনপি'র আব্দুর রশিদ পরিবারের উপর ষড়যন্ত্র শুরু করেন। ওই সময় রাতে দলবল নিয়ে আব্দুর রশিদের ক্রয়কৃত ভূমির বাউন্ডারি ভেঙে দখল করে নেন।

স্থানীয়রা জানান, ভূমির মালিকানা দাবি করায় ইকবাল  খাঁন বিভিন্নভাবে ক্ষতি করেছেন আব্দুর রশিদের পরিবারকে। ২০১২ সালে আদালতে মামলা করেও কোনো ফল পাননি তারা। উল্টো মামলা তুলে নিতে প্রাণনাশের  হুমকি দেয় চেয়ারম‍্যান পরিবার।

তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিকভাবে সালিশ করে জমি উদ্ধারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু চেয়ারম্যানের দাপটের কারণে কেউ এগিয়ে আসেননি। নানা হয়রানি, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হতে হয়। বোগলাবাজারে ইকবাল খাঁনের নেতৃত্বে জমি দখলের একটি চক্র সক্রিয় রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মিলন খাঁনের পিতা আব্দুশ শহীদ খাঁন বলেন, আমি আব্দুর রশিদের কাছে ৩ দাগে ভূমি বিক্রি করেছি। যে ভূমি আমাদের দখলে আছে, সেটি আব্দুর রশিদের ভূমি নয়। তবে তার ভূমি আমার ভোগ দখলীয় ভূমির পাশে পুকুর পাড়ে। কিন্তু সে সেই ভূমি নিতে রাজি নয়।