পটুয়াখালী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান, দৈনিক গণদাবির সম্পাদক গোলাম কিবরিয়াসহ সোহরাব হোসেন।

এসময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত হলেও সাংবাদিকরা এখনো এদেশে নিরাপদ নয়। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত করা। তাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেন সাংবাদিকরা।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত