শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম মজনুকে (৭০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আজিজুল ইসলাম মজনু সীমাবাড়ি ইউনিয়নের মৃত আকিমুদ্দিনের ছেলে। তিনি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বিএনপির অফিস ভাংচুরের মামলায় তদন্তে আওয়ামী লীগ নেতা মজনুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে