আগামী সংসদ নির্বাচনে ৩০০আসনের প্রার্থীতা ঘোষণা ইসলামী ফ্রন্টের

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৫৩ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎‎আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ।

‎শনিবার (২আগষ্ট) বিকেলে নরসিংদী পৌর শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এঘোষণা দেন তিনি। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে দেশের সবগুলো আসনেই নির্বাচন করবে সুফিবাদি জনতার প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ এই রাজনৈতিক দলটি।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

‎এসময় ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার সভাপতি আলহাজ্ব আহমাদুর রহমান জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী জসিমউদ্দিন আশরাফী, যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের মোহাম্মদ মুসা।

‎বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুদ্দিন আহমদের সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম, যুবসেনা নরসিংদীর সভাপতি মাওলানা ইয়াসিন তাহেরি, সাধারণ সম্পাদক মুফতি শাহ আলম হানাফি, ছাত্রসেনা নরসিংদী জেলার সভাপতি অলিউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

‎এসময় আলহাজ্ব আহমাদুর রহমান জাহিদকে পূনরায় সভাপতি, আলহাজ্ব সাইয়েদ শাহ জালাল মুজাহেদীকে সাধারণ সম্পাদক ও মশিউর রহমান রেজভীকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার ৩১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।