কালীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

Sanchoy Biswas
শাহীন মোড়ল, কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে ২০২৬ ইং সনে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার বাহাদূরসাদী ইউনিয়নস্থ বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত। বিশেষ অতিথি বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. শওকত আলী। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. রুহুল আমিন এর সঞ্চালনায় ও অভিভাবক সদস্য মো. ইকবাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিভাষ কুমার সাহা।

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

প্রধান অতিথি নুর-ই- জান্নাত বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করাসহ দায়িত্বশীল হওয়া ও সন্তানের প্রতি যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের বলিষ্ঠ মনোবল আর শিক্ষকদের আন্তরিকতায়ই প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তিনি শিক্ষকদের আরোও যত্নবান হতে এবং অভিভাবকদের সন্তানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন বলেন, বিদ্যালয়টি উপজেলায় একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তার পূর্বের ঐতিহ্য ও সুনামে ফিরে আনতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করা সম্ভব।